মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৩

এক আকাশ বৃষ্টিই আমায় দাও/ কাজী আতীক। (নিউ ইয়র্ক ১৮, সেপ্টেম্বর ২০১৩)




এক আকাশ বৃষ্টিই আমায় দাও/
কাজী আতীক।

এক আকাশ বৃষ্টি আমায় দাও।
আমার আকাশ মেঘ শূন্য যে, 
বাদলা দিনের মেঘলা আদর
বৃষ্টি মেখে সুখ পাবো যে
অনুভবে পাবো ফিরে
প্রথম প্রণয়
বৃষ্টি ভেজা কিশোর সময়।

তোমার ছয় ঋতুতে বাস
আমার কেবল চারটি আছে
বর্ষা আমার নেই
অদল বদল চাও যদি
তোমার মহাসাগর নেই জানি
আমার আছে দুটি একটি তুমি নাও
বিনিময়ে? কেবল বর্ষা আমার দাও।

যদি একটিই মাত্র বর্ষা তোমার, তাই
দিতে যদি না চাও
নাহয় কেবল
এক আকাশ বৃষ্টিই আমায় দাও।

(নিউ ইয়র্ক ১৮, সেপ্টেম্বর ২০১৩)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন