একটি চিঠি'র অপেক্ষায়
______________
_______মেঘলা জান্নাত৴৴৴
একটি চিঠি লিখে দাও.....
আমার মনের ঠিকানায়
পৌঁছে যাবে চিঠিটি.....
আমার জমানো ভাবনায় ।
কেও পারবেনা স্পর্শ করতে..
দেবনা চিঠিটা কাওকে পড়তে
পুড়তে দেবনা,ভিজতে দেবনা
দেবনা কখনো ছিড়তে....
স্বযত্নে আগলে রেখে দেবো
যেখানেই থাকি যতো দূরে যাবো
নিশ্চিন্তে একটা চিঠি লিখে দাও তুমি
আছি যে সেই অপেক্ষায়ই আমি.....
২২শে সেপ্টেম্বর ২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন