শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৩

নিরুত্তর *********সুরজিত দত্ত



নিরুত্তর

সৌন্দর্যপিয়াসী মন, চেয়েছে আজীবন,
অনিন্দ্যসৌন্দর্য, সুন্দরের শুচি-স্নিগ্ধ প্রকাশন।
তবু কেন আজ, নিন্দিত রূপেই মজে মন?
রূপেই কেন আজ, জীবন-যৌবনের এমনতর উল্লম্ফন?

হারিয়েছে কি দিশা মন, নিন্দিত রূপে?
হয় কি এমন, কালে কালে যুগে যুগে?
সংস্কৃত মন হলো কি পরাভূত,
অদ্ভূত ইন্দ্রিয়তাড়নায়? রূপচ্ছটায়?
আত্মজিজ্ঞাসার মেলেনা উত্তর, মন যে নিরুত্তর।

~~~~~~সুরজিত দত্ত~~~~~~

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন