সুস্মিতা // সুদীপ্তা চ্যাটার্জ্জী
এই মাত্র উড়ে এল গোপন ইস্তাহার
ভারী হয়ে আসা বাতাসে বারুদ গন্ধ
#
মরু প্রান্তরে সাজানো পাথুরে গৃহস্থলী
ভাঁজ করে রাখা রাতের নিঝুমে
হঠাৎ ক্ষুরের শব্দ;
দূরে সারেঙ্গীর সুরের সাথে
গোপন অপরাধ সঞ্চিত করে
ছড়াচ্ছে রাতের টহল
চোখে চোখে গোপন ইশারা;
#
ব্রাত্য সম্পর্কের জানলায়
সতর্ক এক সুর্মা চোখ
খোঁজে শব্দের উৎস
#
হঠাৎ
ছুটে আসা কুড়িটি জ্বলন্ত শব্দে
একান্ন টুকরোয় ছড়িয়ে গেলও
বাংলার অগ্নি কন্যা ...
#
(শাশ্বত বন্দোপাধ্যায়ের লেখার শেষ কটি লাইন ওর অনুমতি নিয়ে জুড়ে দেবার লোভ সামলাতে পারলাম না ...)
কিছুতেই পোড়া থামে না যে তার – টগ্বগ্ টগ্বগ্
কিছুতে আগুন নেভে না এমন আকাশপাতাল চিতা
চুপ। কানো পাতো, শোনো –
ওইযে আগুন শিখেছে আজকে
জ্বলে ওঠবার নতুন আওয়াজ – সুস্মিতা সুস্মিতা ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন