রবিবার, ২৫ আগস্ট, ২০১৩

চাঁদ তুমি কেন এতো সুন্দর হলে / ত্রিভুবনজিৎ মুখার্জী /



চাঁদ তুমি কেন এতো সুন্দর হলে (অক্টেভের গান)

চাঁদ তুমি কেন এতো সুন্দর হলে

তোমায় দেখে আমি মনের জানলা খুলে

পূর্ণিমাতে তুমি জেন অপরূপ লাগো 

আমার প্রেয়সী বলে তুমি ভাল লাগো.............. (১)  


একমুঠো আকাশে ভরা জ্যোৎস্না দিলে 

অবাক হয়ে দেখি তোমায় সব ভুলে 

রাত্রির অন্ধকার যেন যাতনা ভরা 

ভুলে আছি আমি দেখে জোছনা ভরা ................(২)  


তারা ভরা আকাশে মেঘ ছিল বেশ  

আমার কথাটা-তো হয়নিক শেষ 

চাঁদের আলো এলো আমার দ্বারে  

মনের জানালা খুলে এলো মোর ঘরে ........(৩) 


চাঁদ তুমি কেন এতো সুন্দর হলে

তোমায় দেখে আমি মনের জানলা খুলে 

পূর্ণিমাতে তুমি জেন অপরূপ লাগো  


ত্রিভুবনজিৎ মুখার্জী ।/২৫.০৮.২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন