বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৩

খেলা / সুবর্ণা গোস্বামী ।




খেলা

তাসে নয় অভি,আমায় হারিয়েছ তুমি বাজিতে
দহন ও পিপাসার ভাস্কর্য অসীম বলে
চারপাশে শূন্য নিয়ে ছুটি,
নষ্ট বৃন্তের লজ্জা থেকে গল্পগুলি...
দুরত্বের ঘোলাজলে মুখ দেখে মহাকাল,
প্রতিবিম্বে ঘৃণিত শতাব্দি।

তাসে নয় অভি,নষ্ট হয়েছে বীজ বাজিতে
অমোঘ অংকে সমীকরনিক বিয়োগ
রোদেলা শব্দে জুড়ে তৃষিত আসার
বাজি রেখেছ মুখর শব্দ আমার,স্বপ্ন আমার!
উচ্চারিত কবিতার জন্মান্তর তাগিদে।

ভুলের মন্থনে জন্ম নেবে আর কত ভুল
আর অচেনা শুঁয়োপোকা নৈবেদ্যের ডালিতে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন