শনিবার, ১০ আগস্ট, ২০১৩

বৃষ্টি ভেজা আকাশ দেখে ভাবি.. /ত্রিভুবনজিৎ/১০.০৮.২০১৩।






বৃষ্টি ভেজা আকাশ দেখে ভাবি..
আমার আঁকা , তোমার ছবি..
রং তুলির টানে সুন্দর তুমি,
মুগ্ধ করেছো আমাকে তুমি ,
হৃদয়ের মাঝে আছো যে তুমি ,
তোমার রুপে যে মুগ্ধ আমি ।
চিত্ত হরিণী মনমোহিনী...
চঞ্চলা তুমি হৃদয় হরিণী ।
মেঘের ক্যাপ্সেনে দেখি যে তোমায়
রুপের ছটা যে তাক্ লাগায়
বসেছি একাকী বরষা রাতে
মনে হয় যেন তুমি সাথে
দিবস রজনী যায় যে বয়ে
স্মৃতি গুলো সব রেখেছি গুছিয়ে ।
আলো আঁধারের লুকোচুরি খেলা
মনে পডে সেই প্রেমের খেলা ।
আজ আমি যে বড়ই ক্লান্ত
স্মৃতি গুলো করে মন বিভ্রান্ত।
তাই বসে আছি একলা আমি
পথ চেয়ে রই তোমার, আমি।

ত্রিভুবনজিৎ/১০.০৮.২০১৩।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন