শনিবার, ৩ আগস্ট, ২০১৩

উৎকৃষ্ট মানুষ / প্রয়াত পূর্নেন্দু পত্রী



উৎকৃষ্ট মানুষ

প্রয়াত পূর্নেন্দু পত্রী

উৎকৃষ্ট মানুষ তুমি চেয়েছিলে


এই যে এঁকেছি ।


এই তাঁর রক্ত-নাড়ি , এই খুলি,


এর তাঁর হাড়


এই দেখ ফুসফুসের চতুর্দিকে পেরেক, আলপিন


শরু কাটাতার ।


এইখানে আত্মা ছিল


গোল সূর্য, ভারমিলিয়ন


ভাঙা ফুলদানি ছিল এরই মধ্যে


ছিল পিকদানি


পিকদানির মধ্যে ছিল


পৃথিবীর কফ, থুতু, শ্লেষ্মা,শ্লেষ


অপমান হত্যা ও মরণ ।


উৎকৃষ্ট মানুষ তুমি খুঁজছিলে


এই যে এঁকেছি !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন