রবিবার, ৪ আগস্ট, ২০১৩

**স্বপ্ন** মখছুছ চৌধুরি


**স্বপ্ন** মখছুছ  চৌধুরি


তন্দ্রা ঘোরে আঁখির পাতায়, 

স্বপ্ন ভাসে কতো । 


ষোল আনাই কল্পনা তায়, 


সত্য কিছুই নাতো ।

নয় সকলি সাদা কালো, 



বর্ণ চোরা যতো । 


পাঁচমিশালী রঙ্গের আলো, 


বায়োস্কোপের মতো ।

এই দেখি ফের পরক্ষনেই, 


শুণ্যে মিশে যায় । 


ত্রিকাল যেন ক্রমন্বয়েই, 


আগে পিছে ধায় । 



কল্পনা, সূখ ছবি আঁকা, 


ক্ষণকালের ভূল ।


এই বুঝি বা স্বপ্ন দেখা, 


দীর্ঘশ্বাসের মূল ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন