শনিবার, ৩ আগস্ট, ২০১৩

নতূন রঙ্গিন স্বপ্নে বিভোর হয়েছ যে বড়! / লিয়াকত আলী





নতূন রঙ্গিন স্বপ্নে বিভোর হয়েছ যে বড়!
লিয়াকত আলী

উষ্ণতা ভরা নতূন সূখের সন্ধান পেয়েছ কি?
পুরানো বন্দর ছেড়ে নতূন বন্দরে নোঙ্গর ফেলেছ যে,
নতূন উদ্যমে অন্য পথে চলা শুরু করলে যে!
নতূন রঙ্গিন স্বপ্নে বড় বিভোর হয়েছ যে!

ভাল! বেশ ভাল! নতূন সূর্যোদয়ের আলো
সূখে থাক, তোমার মতে তুমি চলো
তোমার ভাল লাগার পথে তুমি থাক
পছন্দের পথেই তোমার তরী চালাও
যত ইচ্ছে বুক ভরে প্রশান্তির শ্বাস নাও।

আমি ভুলে যাব জীবন কাব্যের সেই অধ্যায়
রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা তোমার অধীর অপেক্ষায়
ইরিজার দিয়ে ঘসে ঘসে মুছে দেব অবলীলায়
তোমার স্পর্শ, ছোঁয়া, লিপস্টিকের দাগের বলয়।

আমি কাতর হব না, সর্প দংশনের বিষে মরব না
ব্যথাতুর হয়ে নির্জনে বসে কাঁদব না, বুক ভাসাব না,
আমি ভুলে যাব অনায়াসে নির্দ্বিধায় বিনা যাতনায়
তোমার আমার ছোটবেলা থেকে গড়ে উঠার মহা গদ্য
প্রেম প্রীতি আনন্দ উচ্ছ্বাসে উল্লাসে ভরা সেই ধ্রুপদী পদ্য।

রচনা: লিয়াকত আলী
তারিখ: ৩ আগষ্ট, ২০১৩ইং
নিউ ইয়র্ক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন