মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৩

জাগরী / ইলা সরকার

 অনুরোধে বর্তমান সমাজের উপর একটি লেখা পোষ্ট করলাম ।

জাগরী

ইলা সরকার 

সময়ের আঘাত , উওপ্ত শ্বাস -
হাজারো প্রলোভন
চিনে নিতে দৃষ্টিহীন মন !
অযাচিত মুখোমুখি বিপ্লব
অপমৃত্যুর আর্তনাদ -
মোমের আলো হাঁটছে রাজপথ - ।

ঘন কোলাহলে ,
আগ্নেয়াস্ত্র নিশ্চিন্তে হেঁটে চলে !

ধরণী নির্বাক দর্শক
এক বদ্ধ ঘরে সংক্রমণে ।
নীতির কবলে সমাজের সর্বনাশ
আজ মৃত্যুর বিনিময়ে অর্থের সংলাপ !
কোথায় নির্ভীক চলার পথ ?

অনুভূতি সহানুভূতি ধুলোর বাসরে
কোষে কোষে -, শাসনতন্ত্রের ইন্দ্রজাল -।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন