কলম বেয়ে শব্দ এলো,
এলো কবিতার রেশ।
কবিমনে ভাবনা এলো
আহা ,বেশ বেশ !!!
কবিমনে ভাবনা এলো
আহা ,বেশ বেশ !!!
ভর দুপুরে গরমকালে
পুড়ছে যখন দেশ।
কবির লেখায় জমছে বরফ
আহা ,বেশ বেশ !!!
ফাগুন এলো, পলাশ এলো,
জুবুথুবু শীত শেষ।
কবির কলম আগুন ছোটায়,
আহা ,বেশ বেশ !!!
বাঁধনহারা স্বপ্ন এলো,
ঘুচলো ভেদ বিদ্বেষ।
সুখের প্রাণ গড়ের মাঠ,
আহা ,বেশ বেশ !!!
পীরিত রঙ্গে মন রাঙ্গলো
ফ্যাচাংয়ের নেই শেষ।
খাতার পরে খাতা ফুরায়,
আহা ,বেশ বেশ !!!
ছন্দ গানে, কবির মনে,
লাগছে দোলা বেশ।
কবিতার বেগ চাগিয়ে ওঠে,
আহা ,বেশ বেশ !!!
মরছে কবি কলম পিষে,
ব্যাকরণের দিন শেষ।
কাব্যলক্ষ্মীর ভাঁড়ে ভবানী,
আহা ,বেশ বেশ !!!
লাগামছাড়া কথার মালা,
দিচ্ছে কথায় ঠেস।
‘ক’ লিখলেই কবিতা গজায়,
আহা ,বেশ বেশ !!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন