ভূতের গ্রাম-পঞ্চায়েত ভোট
***************************
গভীর রাতে বিশাল বটের তলায় জমায়েত,
ভূতেরা সব ঠিক করেছে,গড়বে পঞ্চায়েত।
এতদিন তো ব্রহ্মদৈত্য করতো মাতব্বরি,
স্বজন পোষণ,ধনীর তোষণ,নানান কেলেঙ্কারি।
ভূতের সমাজ ঠিক করে তাই,মানুষেরই মত,
গড়বে নতুন গ্রামসভা;ভূত করে মনোনীত।
নানা গ্রামের প্রধান পদে একটি ক'রে আসন,
বেছে নিতে ভূত-প্রেতেরা লড়বে নির্বাচন।
আষাঢ় মাসের অমাবস্যার রাতে হবে ভোট,
নির্বাচিত গ্রাম প্রধানের হবে নতুন জোট।
জোটের নেতা হবেন যিনি,তিনিই হবেন রাজা,
তার কথা যে শুনবে না,সে পাবে কঠোর সাজা।
ভূত-পেত্নীর থাকবে না ভেদ,সমান অধিকার,
প্রার্থী হয়ে ভোটে দলের করবে সে প্রচার।
কলার পাতায় নানা দলের প্রতীক হবে ছাপা,
প্রতি ভূতের একখানি ভোট,হিসাব করে মাপা।
বামপন্থী ব্রহ্মদৈত্য,প্রতীক 'মাথার খুলি',
হেঁড়ে গলায় করলো প্রচার,এ গলি,সে গলি।
ডানপন্থী শাঁখচুন্নী,প্রতীক 'বুনো ফুল',
এমন ভীষণ করলো প্রচার,জাগলো হুলুস্থূল।
সমাজবাদী স্কন্ধকাটা-র প্রতীক 'গাছের ডাল',
ভোট প্রচারে গিয়ে কেবল করলো গালাগাল।
উপজাতির একনড়ে ভূত,প্রতীক 'পায়ের হাড়',
ভয় দেখালো,ভোট না দিলে,দেবে বেদম মার।
গেছো ভূত আর মেছো ভূত,আর গো-ভূতেরা মিলে,
দলের প্রতীক না পেয়ে শেষ দাঁড়ালো নির্দলে।
ঝোপে-ঝাড়ে,মাঠ-ভাগাড়ে,চললো প্রচার টানা,
ফিসফিসিয়ে লোভ দেখালো,ভরসা দিল নানা।
সবার মুখে একই কথা,"লড়িয়ে দিয়ে জান,
করবো সকল ভূতের সেবা,যে যতটা চান।
ভূত দাদারা,ভূত ভায়েরা,পেত্নী মা আর বোন,
ভোট টি দিয়ে জয়ী করুন,রাখছি আবেদন।"
অবশেষে আষাঢ় মাসের নির্ধারিত রাতে,
হাজার হাজার ভূত-পেত্নী দাঁড়িয়ে লাইনেতে,
একে একে প্রতীকেতে রক্তে দিয়ে ছাপ,
রাত দুপুরে করলো যে শেষ ভোটের প্রথম ধাপ।
শেষ রাতেত,গণনাতে এটাই গেল দেখা,
শাঁখচুন্নী সবার বেশী ভোট পেয়েছে একা।
জোটের নেত্রী হয়ে তিনি,হলেন ভূতের রাণী,
তার শাসনে ভূতেরা সব সুখী হবেন জানি।
বলতে পারো,এ সব খবর আমি পেলাম কোথায়?
খোলসা করে সত্যি কথা বলছি তবে তোমায়।
বর্ষা রাতের ঠাণ্ডা হাওয়ায় ঘুমিয়ে ছিলাম একা,
সেই সুযোগে স্বপ্নে আমায় দিলেন তারা দেখা।
তাদের রাজ্যে ঘটছে যা তার ধারা বিবরণী,
টাটকা,তাজা দেখিয়ে দিলেন,কি ভেবে কি জানি !
লেখক ছাড়া তাদের কথা বলার কে আর আছে,
ভূতেরা তো সব শিখেছে,মানুষেরই কাছে।
******************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
******************************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন