কবিতাগুচ্ছ - বাংলা
কবিতার ই-পত্রিকা
কবিতা হৃদয়ের স্পন্দন , কিছু চাওয়া পাওয়ার অভিব্যক্তি্ ,মানুষের কল্পনাকে কাগাজে তুলে ধরা নানাচিত্র । তাতে কল্পনা বাস্তব দুটর ই সম্মিশ্রন থাকে । থাকে কিছু অনুভুতি ,প্রেরনা আর অবসাদ । কবিতাগুচ্ছ সেই রকম কিছু মানুষের সন্ধানে যারা ভালবাসেন নিজের ভাষা ,মাতৃভূমি এবং বাংলার কবিদের যারা বাঙ্গলা ভাষা সমৃদ্ধ করতে আপ্রান সংগ্রাম করেছেন । ... ...
রবিবার, ১৪ জুলাই, ২০১৩
অনেক দিনের মনের মানুষ যেন এলে কে কোন্ ভুলে-যাওয়া বসন্ত থেকে ।। যা-কিছু সব গেছ ফেলে খুঁজতে এলে হৃদয়ে, পথ চিনেছ চেনা ফুলের চিহ্ন দেখে ।। বুঝি মনে তোমার আছে আশা- আমার ব্যথায় তোমার মিলবে বাসা । দেখতে এলে সেই-যে বীণা বাজে কিনা হৃদয়ে, তারগুলি তার ধুলায় ধুলায় গেছে কি ঢেকে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন