সোমবার, ২২ জুলাই, ২০১৩

এস হে সুন্দর চির মনোহর ফুল্ল কুসুম সাজে, মখছুছ চৌধুরী

 
এস হে সুন্দর চির মনোহর ফুল্ল কুসুম সাজে,
এস হে দয়িত চির আকাঙ্কিত হৃদয় আসন মাঝে ।

এস কূঞ্জ বিতানে পূষ্প শয়ানে মত্ত মধুপ সম,
এস প্রিয়তম চির মনোরম রুপায়িত অনুপম ।
এস নৃত্য চপল আনন্দ বিভোল রম্য উজ্জল সাজে ।

তব-স্নিগ্ধ পরশে সূরভী বিকাশে জুড়াও তপিত হিয়া,
ঢালো সূধা ঢালো তৃষিত আকূল চিত্ত উঠুক ভরিয়া,
নিত্য নতুন লীলা নিকেতন রচ এ হৃদয় মাঝে ।

এ শুভ লগনে পূণ্য মিলনে বাজুক ঐক্যতান,
হৃদয়ে হৃদয়ে ছুটুক বিজলী প্রাণে মিশে থাক প্রাণ,
সীমার ভিতরে অসীমের সূর বাজে যেন সদা বাজে
মখছুছ চৌধুরী
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন