মখছুছ চৌধুরী
আমি যদি নয়ন জলে ভাসি, 
তাতে, তোমার কিবা আসে যায় । 
 তুমি তোমার পথে যাও এগিয়ে, 
 আমার, সঙ্গী হবার নেইতো দায় । 
 
 তোমার আমার একই পথের, 
 ধরতে পাড়ি, নেই কথা । 
 তুমি, তোমার পথে হও সূখী তায়, 
 আমার নেইতো দায় ব্যাথা ।
 
 আমি একলা পথে চলবো, 
 আমার, যেদিক দুটো নয়ন চায় । 
 সেটি, তোমার পথে না মিলিলে, 
 আমার, কিছুই করার নেই উপায়
তুমি তোমার পথে যাও এগিয়ে,
আমার, সঙ্গী হবার নেইতো দায় ।
তোমার আমার একই পথের,
ধরতে পাড়ি, নেই কথা ।
তুমি, তোমার পথে হও সূখী তায়,
আমার নেইতো দায় ব্যাথা ।
আমি একলা পথে চলবো,
আমার, যেদিক দুটো নয়ন চায় ।
সেটি, তোমার পথে না মিলিলে,
আমার, কিছুই করার নেই উপায়
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন