মখছুছ চৌধুরী :: সূ-প্রভাত ::
:: সূ-প্রভাত ::
**********
সূ-প্রভাত সূ-প্রভাত
কেটেছে কলুষ আধার রাত ।
পূর্ব গগনে, নবীন বরণে-
হয়েছে ঊষার সূত্রপাত ।
সূ-প্রভাত ।
খোল খোল দ্বার খোল সবে,
এসো এসো নব কলরবে,
ঝরা শেফালী কামিনীরা-
দেখো- করছে নয়নপাত ।
সূ-প্রভাত ।
কর হাত মুখ প্রক্ষালন,
আননে পর হে নব বসন,
ঝাকিয়ে অঙ্গ, অলস ভাঙ্গো-
সকলে ঊষার সাথ ।
সূ-প্রভাত ।
দেখো ফুল পাখি প্রিয় রবে,
ডাকে আয় আয় আয় সবে,
নবীন রুপে, বিশ্ব ভূপে-
সাজাতে নব প্রভাত ।
সূ-প্রভাত ।
জপ অবিরাম প্রভূর নাম,
গুরুজনে যত কর প্রণাম ।
নীতি'র ধর্মে, পূণ্য কর্মে-
কর হে দিনাতিপাত ।
সূ-প্রভাত ।
দিকে দিকে সবে ছড়িয়ে যাও,
আপন রিজিক কুড়িয়ে নাও ।
গাও হে শোকর, আপন প্রভূর-
সতত দিবস রাত ।
সূ-প্রভাত ।
দীনজনে যত করো দয়া,
অনাথেরে দাও স্নেহ মায়া ।
মানবে সেবা, করিবে যেবা-
রবে সে প্রভূর সাথ ।
সূ-প্রভাত ।
হৃদি-
পূর্ণ রাখো হে ভক্তিতে,
পাবে প্রতিদান মুক্তিতে ।
ঈমানের বল, করিবে সফল-
দুনিয়া ও আখিরাত ।
সূ-প্রভাত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন