ত্রিভুবন জিৎ মুখার্জী ।
আলোর মালাতে আজ সেজেছে সহর ,
চোখ ধাঁদিয়ে যায় ... দেখে তার বহর ।
দীপের আলোর শিখা জ্বলছে চারিদিকে ,
মনের অন্ধকার ... নেই কোনদিকে ।
ঘরে ঘরে রোশনাই দেখি তার বহর ,
কোলকাতা কোলকাতা আমার সে শহর ।
আলোর মালাতে আজ সেজেছে সহর ,
চোখ ধাঁদিয়ে যায় ... দেখে তার বহর ।
দীপের আলোর শিখা জ্বলছে চারিদিকে ,
মনের অন্ধকার ... নেই কোনদিকে ।
ঘরে ঘরে রোশনাই দেখি তার বহর ,
কোলকাতা কোলকাতা আমার সে শহর ।