মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪

এক অশ্রু ভরা রজনীতে তোমার সঙ্গে দেখা , ত্রিভুবনজিৎ মুখার্জী / ২০.১১.২০১৪ / সকাল ৯.০৩




এক অশ্রু ভরা রজনীতে তোমার সঙ্গে দেখা 
,
ত্রিভুবনজিৎ মুখার্জী / ২০.১১.২০১৪ / সকাল ৯.০৩

এক অশ্রু ভরা রজনীতে তোমার সঙ্গে দেখা ,

নির্বাক ছিলে তুমি মুখে ছিলনা কোন কথা !

নিথর পৃথিবীতে দাঁড়িয়ে ছিলাম দুজনে ,

স্মৃতিগুলো মনে করে কাছে এলাম দুজনে ,

হাতে হাত রেখে কত কথাই ছিল আমাদের ,

হাঁসি খুশিতে ভরেছিল কত সুখ- ই- না ছিল আমাদের !! 

সময়ের তালে কেটে-গেল আমাদের সেই সুখের দিন , 

পরস্পরকে ছেড়ে-গেলাম ফিরে তাকাইনি কোনদিন ,

তবুও খুঁজতাম পরস্পরকে মনে মনে প্রতিদিন । 

আজ সেই দেখা ...! আন্দোলিত করে দুজনকে , 

তাই ছুটে এসেছি , জড়িয়ে ধরেছি একে অপরকে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন