মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪

সকালের চা / ত্রিভুবন জিৎ মুখার্জী / ০৮।১২।২০১৪



       

সকালের চা / ত্রিভুবন জিৎ মুখার্জী / ০৮।১২।২০১৪ 

ভরা পেয়ালায় তৃপ্ত মনে শেষ চুমুকেই মহা শূন্যতা


ধূমায়িত উষ্ণ শিহরন ক্ষণে মনের কাটায় বিষণ্ণতা।

 
উদ্বুদ্ধ হলাম খানিক ক্ষণে কাটিয়ে দিলাম নীরবতা,


যত আলস্য নেই অবশ্য সকালের এই স্তব্ধতা।


এক পেয়ালা চা অবশ্য পুলক অনুভবের পূর্ণতা,



এর অন্যথা জীবন ব্যর্থ নেই তাতে কোন পূর্ণতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন