প্রেয়সী তোকেই ...
রাহুল রায়চৌধুরী
তোর জন্য লিখতে পারি চৈত্র দুপুর
তোর জন্য লিখতে পারি বৃষ্টি বিকেল
তোর জন্য এক নীলাকাশ লিখতে চেয়ে
ভরছি খাতা শূন্যতাময় আবেগ দিয়ে
তোর জন্য লিখতে পারি বৃষ্টি বিকেল
তোর জন্য এক নীলাকাশ লিখতে চেয়ে
ভরছি খাতা শূন্যতাময় আবেগ দিয়ে
তুই অধরা আজও আমার এক কবিতা
তুই প্রেয়সী দেখবি না সে সত্যি চাওয়া
তোকেই চেয়ে চৈত্র দুপুর বেবাক ফাগুন
তোরই জন্য ফিরিয়েছি আজ চিতার আগুন ...
তুই প্রেয়সী দেখবি না সে সত্যি চাওয়া
তোকেই চেয়ে চৈত্র দুপুর বেবাক ফাগুন
তোরই জন্য ফিরিয়েছি আজ চিতার আগুন ...
২/৪/২০১৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন