মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪

এক মিথ্যা চাপাতে আরেক মিথ্যা বলে ,




       
এক মিথ্যা চাপাতে আরেক মিথ্যা বলে ,
এক সত্য চাপাতে আরেক মিথ্যা বলে ,
মিথ্যার জঞ্জালে পূর্ণ , মানুষের প্রতীক ! 
কোন মানুষ এরা ? এরা মায়ের প্রতীক ?
না মা’ ,না মাটি , না মানুষ ! তবে এরা কি ?
সেটাই ত প্রশ্ন ! বল তোমরা এরা কি ?


1 টি মন্তব্য: