গান গেয়ে যায় আপন মনে
ত্রিভুবন জিৎ মুখার্জী / ২৯.০৮.২০১৪
গান গেয়ে যায় আপন মনে
গান গায় পাখি বনে বনে
সুর ছুঁয়ে যায় প্রাণে প্রাণে
পূর্ণ হৃদয় পূর্ণ প্রাণে
নেই তার কোন ঠোঁটে ভাষা
হৃদয়ে আছে ভালোবাসা
গান গেয়ে যায় ডালে ডালে
নাচে সবাই তার ই তালে
সুরে সুরে পূর্ণ করে
হৃদয় খুলে গান করে
নেই তার যে কোন বাধা
গান গেয়ে গেয়ে হল সন্ধ্যা
অদূর হতে সুদূর পানে
সুর ছুঁয়ে যায় প্রাণে প্রাণে
আজ সেই পাখি নেই যে নীড়ে
সবার মন তাই যে কাঁদে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন