মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৩

বরনারী মোহে / কাজী আতীক। (নিউ ইয়র্ক ২৩ সেপ্টেম্বর ২০১৩)


বরনারী মোহে / 
কাজী আতীক। 

আমাকে আবিষ্ট করো না য্যানো 
বরনারী মোহে 

যদি চাও
পরিপূর্ণ তৃপ্তির মোড়কে দেবো সান্নিধ্য উপহার
নির্ভয় নিভৃতি দেবো অসঙ্কোচ প্রকাশের
অনন্য অনুভবে পাবে শোভন সময় যেমন
তোমার স্বপ্ন যাপন হবে বিষদ কলেবরের

আমাকে প্রলুব্ধ করোনা তুমি।

নিজেকেও বিস্তারে করোনা বিবৃত
ফুল যদি বৃন্ত থেকে আলগা করে দেখো
কেবলই পাপড়ির সমাহার
বিবৃতি আঙ্গিকে যেমন কবিতার বিন্যাস
তুমি শুধু বিন্যস্ত হও বিমূর্ত অবয়বে কবিতায়।

বিস্ময় আবেশে থাকিয়ে থেকোনা য্যানো

যদি বলো
তোমার মুগ্ধ চকোরী চোখে জোছনা সাজিয়ে দেবো
ঝলক প্রভার মতো চকিত বিস্ময়ে
অভিভূত আত্মাকেও নিশ্চিত বিশ্বাস দেবো বুঝিয়ে।

তারপরও-
যদি নিষেধ অমান্য করে সবিস্তারে বিন্যস্ত হতে চাও
অবিন্যস্তই রেখো তোমার যা কিছু উদ্যত অহংকার
খোলাচুলে ঢেকে রেখো গ্রীবার সৌকর্য
আর আঁচলের আড়ালেই রেখো যাকিছু লোভনীয়।

কেবল উদ্ভ্রান্ত করোনা আমাকে।

বিভ্রান্তি আমাকে য্যানো ছোঁতে না পারে।
আত্মার আর্তিকে আমি বিষদ বুঝিয়ে দেবো অবশেষ প্রেমে।
আমাকে কেবল তুমি এতোটুকু দাও অবসর সামর্থ্য জানার
অতঃপর যাকিছু শূন্যতা তোমার পূর্ণ করে নিও।

অত;পর সবপ্রাণ একসাথে জড়ো হবে শেষ হলে প্রাণের সংহার।
ভেবোনা, আমি নিশ্চিত তোমাকে খুঁজে নেবো তখোনও আবার।

(নিউ ইয়র্ক ২৩ সেপ্টেম্বর ২০১৩)

সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৩

ঝর্ণা / - সত্যেন্দ্রনাথ দত্ত


ঝর্ণা / - সত্যেন্দ্রনাথ দত্ত

ঝর্ণা! ঝর্ণা! সুন্দরী ঝর্ণা! 
তরলিত চন্দ্রিকা! চন্দন-বর্ণা! 
অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে, 
গিরি-মল্লিকা দোলে কুন্তলে কর্ণে,
তনু ভরি' যৌবন, তাপসী অপর্ণা!
ঝর্ণা!

পাষাণের স্নেহধারা! তুষারের বিন্দু!
ডাকে তোরে চিত-লোল উতরোল সিন্ধু|
মেঘ হানে জুঁইফুলী বৃষ্টি ও-অঙ্গে,
চুমা-চুমকীর হারে চাঁদ ঘেরে রঙ্গে,
ধূলা-ভরা দ্যায় ধরা তোর লাগি ধর্ণা!
ঝর্ণা!

এস তৃষার দেশে এস কলহাস্যে -
গিরি-দরী-বিহীরিনী হরিনীর লাস্যে,
ধূসরের ঊষরের কর তুমি অন্ত,
শ্যামলিয়া ও পরশে কর গো শ্রীমন্ত;
ভরা ঘট এস নিয়ে ভরসায় ভর্ণা;
ঝর্ণা!

শৈলের পৈঠৈয় এস তনুগত্রী!
পাহাড়ে বুক-চেরা এস প্রেমদাত্রী!
পান্নার অঞ্জলি দিতে দিতে আয় গো,
হরিচরণ-চ্যুতা গঙ্গার প্রায় গো,
স্বর্গের সুধা আনো মর্ত্যে সুপর্ণা!
ঝর্ণা!

মঞ্জুল ও-হাসির বেলোয়ারি আওয়াজে
ওলো চঞ্চলা ! তোর পথ হল ছাওয়া যে!
মোতিয়া মোতির কুঁড়ি মূরছে ও-অলকে;
মেখলায়, মরি মরি, রামধনু ঝলকে
তুমি স্বপ্নের সখী বিদ্যুত্পর্ণা
ঝর্ণা!

শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৩

নিরুত্তর *********সুরজিত দত্ত



নিরুত্তর

সৌন্দর্যপিয়াসী মন, চেয়েছে আজীবন,
অনিন্দ্যসৌন্দর্য, সুন্দরের শুচি-স্নিগ্ধ প্রকাশন।
তবু কেন আজ, নিন্দিত রূপেই মজে মন?
রূপেই কেন আজ, জীবন-যৌবনের এমনতর উল্লম্ফন?

হারিয়েছে কি দিশা মন, নিন্দিত রূপে?
হয় কি এমন, কালে কালে যুগে যুগে?
সংস্কৃত মন হলো কি পরাভূত,
অদ্ভূত ইন্দ্রিয়তাড়নায়? রূপচ্ছটায়?
আত্মজিজ্ঞাসার মেলেনা উত্তর, মন যে নিরুত্তর।

~~~~~~সুরজিত দত্ত~~~~~~

একটি চিঠি'র অপেক্ষায় ______________ _______মেঘলা জান্নাত৴৴৴


একটি চিঠি'র অপেক্ষায়
______________
_______মেঘলা জান্নাত৴৴৴

একটি চিঠি লিখে দাও.....
আমার মনের ঠিকানায়
পৌঁছে যাবে চিঠিটি.....
আমার জমানো ভাবনায় ।

কেও পারবেনা স্পর্শ করতে..
দেবনা চিঠিটা কাওকে পড়তে
পুড়তে দেবনা,ভিজতে দেবনা
দেবনা কখনো ছিড়তে....

স্বযত্নে আগলে রেখে দেবো
যেখানেই থাকি যতো দূরে যাবো
নিশ্চিন্তে একটা চিঠি লিখে দাও তুমি
আছি যে সেই অপেক্ষায়ই আমি.....


২২শে সেপ্টেম্বর ২০১৩ 

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৩

এক আকাশ বৃষ্টিই আমায় দাও/ কাজী আতীক। (নিউ ইয়র্ক ১৮, সেপ্টেম্বর ২০১৩)




এক আকাশ বৃষ্টিই আমায় দাও/
কাজী আতীক।

এক আকাশ বৃষ্টি আমায় দাও।
আমার আকাশ মেঘ শূন্য যে, 
বাদলা দিনের মেঘলা আদর
বৃষ্টি মেখে সুখ পাবো যে
অনুভবে পাবো ফিরে
প্রথম প্রণয়
বৃষ্টি ভেজা কিশোর সময়।

তোমার ছয় ঋতুতে বাস
আমার কেবল চারটি আছে
বর্ষা আমার নেই
অদল বদল চাও যদি
তোমার মহাসাগর নেই জানি
আমার আছে দুটি একটি তুমি নাও
বিনিময়ে? কেবল বর্ষা আমার দাও।

যদি একটিই মাত্র বর্ষা তোমার, তাই
দিতে যদি না চাও
নাহয় কেবল
এক আকাশ বৃষ্টিই আমায় দাও।

(নিউ ইয়র্ক ১৮, সেপ্টেম্বর ২০১৩)

বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৩

সুখের অসুখ / ~সুরজিত দত্ত~



সুখের অসুখ

নেশাতুর মন, দারুণ উন্মাদনায়,
জীবন পেয়ালায় চুমুকে চুমুকে,
তোমাকেই করে যাচ্ছে পান।
নিমজ্জিত আমি, তোমার সমগ্রতায়,
তবু, বাড়েই উন্মত্ততা, কাটেনা নেশা,
অবোধ্য ভীষণ, এ কেমন ভালবাসা,
কেমন আমার মন?
তোমার প্রেমের বিভোলতায়,
জীবন্ময় ভালবাসায়,
যেন জীবন্মৃতই আমি এখন।

সম্পৃক্ততায় বিভোলতায় মজি,
আর একাকীত্বে মরণ, ভাবে মধ্যনিশিতে,
একাকী মন, তবে কি অস্থিরতাই জীবন?
ভালবাসা তুমি ,আবছা আলোয় অস্পষ্ট দেখা
ছায়ামূর্তি যেন, কাটেনা দ্বন্দ্ব চেনা-অচেনার।
আমিই যেন অচেনা আমার।

সুখের নেশায়, তবে কি,
অসুখের সাথেই করেছি মিতালী?
ভাবনার দ্বৈরথে, ক্ষত-বিক্ষত মন,
তোমার প্রেমের বিভোলতায়,
জীবন্ময় ভালবাসায়,
যেন জীবন্মৃতই আমি এখন।

~~~~~~সুরজিত দত্ত~~~~~~
স্থানঃআখাউড়া,ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
তারিখঃ১১/০৯/২০১৩খ্রিঃ,সময়ঃরাত৮।৫০টা।

শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৩

সুস্মিতা // সুদীপ্তা চ্যাটার্জ্জী

সুস্মিতা // সুদীপ্তা চ্যাটার্জ্জী

6 September 2013 at 22:01
 
এই মাত্র উড়ে এল গোপন ইস্তাহার

ভারী হয়ে আসা বাতাসে বারুদ গন্ধ

#

মরু প্রান্তরে সাজানো পাথুরে গৃহস্থলী

ভাঁজ করে রাখা রাতের নিঝুমে

হঠাৎ ক্ষুরের শব্দ;

দূরে সারেঙ্গীর সুরের সাথে

গোপন অপরাধ সঞ্চিত করে

ছড়াচ্ছে রাতের টহল

চোখে চোখে গোপন ইশারা;

#

ব্রাত্য সম্পর্কের জানলায়

সতর্ক এক সুর্মা চোখ

খোঁজে শব্দের উৎস

#

হঠাৎ

ছুটে আসা কুড়িটি জ্বলন্ত শব্দে

একান্ন টুকরোয় ছড়িয়ে গেলও

বাংলার অগ্নি কন্যা ...
 #

(শাশ্বত বন্দোপাধ্যায়ের লেখার শেষ কটি লাইন ওর অনুমতি নিয়ে জুড়ে দেবার লোভ সামলাতে পারলাম না ...)
কিছুতেই পোড়া থামে না যে তার – টগ্‌বগ্‌ টগ্‌বগ্‌
কিছুতে আগুন নেভে না এমন আকাশপাতাল চিতা
চুপ। কানো পাতো, শোনো –
ওইযে আগুন শিখেছে আজকে
জ্বলে ওঠবার নতুন আওয়াজ – সুস্মিতা সুস্মিতা ...