বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৩

ইন্দ্রিয়গম্যের মধ্যে ইন্দ্রিয়াতীত ঝংকারের নাম কবিতা/মুক্তডানা

ইন্দ্রিয়গম্যের মধ্যে ইন্দ্রিয়াতীত ঝংকারের নাম কবিতা আর এই ঝংকার বুঝবার নয় বাজাবার।কবিতায় থাকে আত্নার সত্তার বিশ্বজনীন বিস্তার,থাকে কাল থেকে অনন্তে উত্তরণ,আসীমকে অবলোকনের উচ্ছাস পাঠকের হৃদয়ের গভীরে..!কবিতা লালন করে চলে প্রেমময় সৃষ্টিকে..পাঠক হৃদয় সিন্ধু ঝিনুকের মুক্তার মত ধারণ করে সেই সৃষ্টিকে সূক্ষ্ণ উন্মাদনায় যখন যন্ত্রণায় বিপয্স্ত এই পৃথিবীতে কবিতা মনবাত্নার সুনিশ্চিত আশ্রয় ।...মুক্তডানা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন