শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৩

শিল্পবিপ্লব / রত্নদীপা দে ঘোষ



শিল্পবিপ্লব

আপনি বললেন শিল্প । কাঁধের দুপাশে ডানা বেরোলো বেশ ক ’ খানা ।
সচরাচর দেখা যায় না এমন উপনিবেশ ।
সুপারমার্কেট ছাড়িয়ে ডুয়ার্সের প্রকল্প ... যেভাবে আপনি
শিল্পকে ডিফাইন করলেন ...অনেকটা জ্যাজ এর মতো ।
মেয়েটির চুল জড়িয়ে গেছে কোমায়
লঞ্চডুবির ঘুড়িটি যেভাবে উড়িয়ে দ্যায় লাটাইয়ের সারাৎসার ...
অক্সিজেন সিলিন্ডারে কুঁকড়ে অ্যাড্রেনালিন
ধাতুদণ্ড এক পা এক পা নামছে যোনিতে
ওহে ফ্যালোপিয়ান ...... তুমি জীবন্ত এখনো ?
টিউব ধুঁকছে দশ আঙুলে ...
নিউটনের আপেল থেকে হাডসন অন রক্স ... কি নেই পকেটে ?
আপনার মাথা থেকে বেরিয়ে আসা শুঁড়
সংসদের নিঃশ্বাস উগরে দিচ্ছে দুপুর স্যালাড ।
লালরোদের বিকেল গড়ানো আপনার ফ্রি – স্টাইল ।
সুড়ঙ্গের তলায় সামগ্রিক গোলাপের ভেলভেট ঝোপ বুঝে কোপ ।
মোহোময় ফারকোটের ব্যালাড ...
মেয়েটার অসহায় চশমা লটকে বাসের ফ্রেমে
মেয়েটার পোশাক আশাক বুদ্ধ জিশাস ঝুলছে আলনায়
মেয়েটার সালোয়ার ফুলকারি কুহুকেকা জিন্স
মেয়েটি বাইশ চিরকালীন আয়নায় ...
হিমঘরের মেয়েরা বুড়ো হয়না কোনোদিন ...
বার্গারে কামড় দিয়ে আপনি বললেন বিপ্লব .....
ম্যাকডোনাল্ডসে তৃপ্তির ঢেঁকুর দিল্লী মসনদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন