শনিবার, ১২ জানুয়ারী, ২০১৩

বরফ শীতল হৃদয় / লেখিকা ইফাত শারমিন


বরফ শীতল হৃদয়

এই যে চারিদিকে এত ঠাণ্ডা,এত শীতলতা।
এর চেয়েও বরফ শীতল
আমার হৃদয়, আমার পৃথিবী।
ওখানে আকাশ নেই,
বাতাস নেই,
নেই আলোর দেখা।
কেবল গাঢ় কালো অন্ধকারের রেখা।
ওখানে স্বপ্ন নেই, সুর নেই,
যেন সব গিলে খেয়েছে
এক একটি কৃষ্ণপক্ষ।
অনুর্বর হয়ে গেছে মাটি,
তাই জন্মেনা আর ভালোবাসার
নতুন কোন বৃক্ষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন