রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৩

তোমাদের জন্য আজ দামিনীর শরীরে ধরেছে পচন/ ঝর্না চ্যাটর্জী



সারাক্ষণ রক্তক্ষরণ
ভাল্লাগে নাএমন জীবন !

বাবাভাইস্বামী,
আমার প্রিয়তম বন্ধুরা,
ক্ষমা কোরো আমায়--
আর কারো বাড়ি ভয়ে যেতে পারি না এখন...
যদি দেখে ফেলি কারো বাবাকে !

ডাকি না-- লিলিরিনিখুকুকে
যদি এসে পড়ে কারো দাদা,
কিংবা ছোট ভাই
এসে হাত ধরে--
বলে-চলসিনেমা নিয়ে যাই তোকে ‘!

চায়ের কাপ হাতে করি না নিমন্ত্রণ
বন্ধুর স্বামীকে,
করি না আলোচনাকে বড়--সুনীল না শক্তি
মাতি না তুমুল তর্কে
প্রিয়তম বন্ধু আমার,
শুধু তুমিই তো ছিলে,
যে দিয়েছিলে
জুড়ানো হৃদয়
আজ তাকেও ভয়...
এ কোন সমাজ ! এ কোন সময় !

ভয়ের কাঁপন
সারাক্ষণ...সারাক্ষণ
কাপুরুষের দল,
তোমাদের জন্য আজ দামিনীর শরীরে ধরেছে পচন
শপথ নাও মৃতা সেই নারীটির নামে,
বল--শুদ্ধ হোক আমাদের হৃদয়
বল-- হাতে হাতদিয়েছি অভয়
বল- এই ঘৃণ্য কাজ আর নয়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন