ঝর্ণা চট্টোপাধ্যায়
কে যেন আসে আমার ঘরে প্রতিদিন
চেয়ে দেখি,
চারিদিক লণ্ডভণ্ড
রেকর্ডের বাক্স ওল্টানো
হারমোনিয়াম খোলা
সব যেন উথাল-পাথাল...।
সে খায়-দা্য , গান গায়
ধরতে গেলেই পালিয়ে যায়
প্রজাপতির মতো।
প্রজাপতি ধরবো বলে
জাল দিয়ে রেখেছি ঘরে
সন্ধ্যেবেলা ফিরে দেখি
জালে আটকে আছি আমি......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন