শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৩

হ্যালো স্বাতী বিশ্বাস


হ্যালো

মাঝরাতে ঘুম ভেঙে যায়

চলমান দূরভাষের ধ্বনিতে

শঙ্কিত চিত্ত! বাবা মা অসুস্থ
!

অজানা আশঙ্কায় কেঁপে ওঠে মন!

কি হল হঠাৎ এত রাতে?! বাজলো কেন ফোন?

মুহূর্তে, কোটি ভাবনায় মস্তিষ্ক তোলপাড়!

হায় ভগবান! কি করি এখন?

বাড়িতে আমি একা ! অসহায় ভীষণ!

যাই কি ভাবে মায়ের কাছে?

এত রাতে! নির্জন পথে!

যতই ভাবি, আমি প্রগতিশালী!

সব দিয়েছো হায়! হইনি শক্তিশালী!

গণ্ডী কাটা জীবন আমার

পাক খাই শুধু কক্ষপথে

পুঁথিগত বিপর্যয় মোকাবেলা

কাজের সময় লাগেনা কাজে!

ঘুম চোখে আলো- আঁধারে

কলারের নাম যায়না দ্যাখা

মুহূর্তের তীব্র আশঙ্কা ভেঙে

আর্তনাদ ও উৎকণ্ঠিত স্বরে বলি “হ্যালো”!?

ওমা! কী কাণ্ড! কি শান্তি!

ওপার থেকে ভেসে আসা স্বর

সমস্ত ভাবনা-ভয় দূর করে বলে

“কি গো ঘুমাচ্ছো? সারা দিনে ফোন করলে না কেন?”

মঙ্গলবার, ১৭ই জানুয়ারি, ২০১৩ সৌরাব্দ । কোলকাতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন