শনিবার, ১২ জানুয়ারী, ২০১৩

হে ঈশ্বর তুমি কোথায় বলনা ?/ত্রিভুবনজিৎ মুখার্জী

শয়নে স্বপনে  শুধু তুমি
আঁধারে আলোয় শুধু তুমি
তোমাকে ছাডা ভাবিনা কিছু
তুমি ই আমার সব কিছু

তৃপ্ত নয়নে দেখি যে  তোমারে
যতোই দেখি ভুলিনা তোমারে
আমার ভাবনা তোমার ছলনা
হৃদয়ে দেয় আমাকে যাতনা

হেরিলে মন কেন যে বলনা
তোমার হাঁসি টুকু আমারি পাওনা
সেটুকু থেকে বঞ্চিত কোরনা
এটাই আমার তোমাকে প্রার্থনা

হে ঈশ্বর তুমি কোথায় বলনা ?
ত্রিভুবনজিৎ মুখার্জী  
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন