শনিবার, ১২ জানুয়ারী, ২০১৩

আমি এক জীবাস্ম/ লেখিকা ইফাত শারমিন


আমি এক জীবাস্ম

'মেয়েদের সবকিছু নিরবে সহ্য করতে হয়'
সেই ছোটবেলা মা আমায় বলেছিলেন এই কথাটি।
কেন যে বলেছিলেন, তাও ভুলে গেছি;
শুধু মনে আছে খুব কেঁদেছিলাম সেদিন।
কেঁদেছিলাম এই জন্যে যে আমি,
আমার প্রতি অন্যায়ের বিচার পাইনি।
সেই যে শুরু হল শোনা এই কথাটি,
আজো তা শুনেই চলেছি।
মা জানেনি, পৃথিবীও দেখেনি
সব কিছু নিরবে সহ্য করতে গিয়ে,
তীব্র যণ্ত্রণায় দগ্ধ হতে হতে
আজ আমি আশ্চর্য এক জীবাস্ম হয়ে গেছি।
ভুলে গেছি এ বুকের ভেতর হৃদয় ছিল
আমার; কখনো, কোনকালে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন