রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৩

একটি পাখি সাগর পাড়ি দিয়ে Ali Pran


একটি পাখি সাগর পাড়ি দিয়ে
আসে হাজার নতুন স্বপ্ন নিয়ে 
উড়ার মাঝেই করে স্বপ্ন চাষ
স্বপ্ন ভূমে পাখির বসবাস

একটি পাখি ছোট্ট বাসা বুনে
ডিম পেড়ে দেয় ছোট্ট বাসার কোনে
বাচ্চা ফোটায় বংশধারা ধরে
স্বপ্ন নিয়ে আকাশ পানে উড়ে

একটি পাখি ভোর সকালে গায়
মিষ্টি সুরে খবর দিয়ে যায়
পাখি যখন পাখির প্রেমে পড়ে
সুরে সুরে সুখের স্বর্গ গড়ে

একটি পাখি পাখায় করে ভর
পাড়ি দিয়ে মরু বালুচর
তপ্তরোদেও সবুজ শ্যামল খোঁজে
পাতার কোলেই পাখি দুচোখ বুজে

একটি পাখি ফুলের মধু খায়
ফুলের জন্য দুর দুরান্তে যায়
ফুলের গন্ধে পাখির মন ভরে
সুবাসিত স্বপ্ন পাখি গড়ে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন