ফাগুন আগুন জ্বলছে প্রাণে
ফাগুন আগুন জ্বলছে প্রাণে
পূর্ণ হৃদয় পুণ্য স্নানে
উদাষ মেঘের উদাষ হাওয়া
মেঘের পরশ দখিন হাওয়া
মনের কথা মনেই রাখি
দুচোখ ভরে তোমায় দেখি
প্রেমের পরশ মাতাল করে
তোমায় বড্ড মনে পডে
ফাগুন আগুন জ্বলছে প্রাণে
পূর্ণ হৃদয় পুণ্য স্নানে
চাইনা ফিরে চাইনা জেতে
মন মেতেছে তোমার সাথে
মনের কথা মনেই রাখি
দুচোখ ভরে তোমায় দেখি
প্রেমের পরশ বিবশ করে
তোমায় নেব সঙ্গে করে।
.
ফাগুন আগুন জ্বলছে প্রাণে
পূর্ণ হৃদয় পুণ্য স্নানে
উদাষ মেঘের উদাষ হাওয়া
মেঘের পরশ দখিন হাওয়া
মনের কথা মনেই রাখি
দুচোখ ভরে তোমায় দেখি
প্রেমের পরশ মাতাল করে
তোমায় বড্ড মনে পডে
ফাগুন আগুন জ্বলছে প্রাণে
পূর্ণ হৃদয় পুণ্য স্নানে
চাইনা ফিরে চাইনা জেতে
মন মেতেছে তোমার সাথে
মনের কথা মনেই রাখি
দুচোখ ভরে তোমায় দেখি
প্রেমের পরশ বিবশ করে
তোমায় নেব সঙ্গে করে।
.
ত্রিভুবনজিৎ মুখার্জী / ২০.০২.২০১৩ / বিকেল ০৪.৪১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন