কোলকাতা 
কত রাজপথ গলিপথ ঘুরেছি 
তবু  কলকাতাকে
ভাল বেসেছি , 
কলকাতা মাথা ব্যাথা রাতে মশা দিনে মাছি 
বাস ট্রাম অটো লরি খেলে যেন কানামাছি । 
সারি সারি গাডী আর মানুষের ভিড 
তারি মাঝে আমার সেই ছোট্ট নীড ।
আকাশে বাতাসে ধোঁআ আর ধুল 
ফুট পাতে শীতে কেঁপে ব্যাচে যত মূলো  ,
মিছিল ,বন্ধ, আর ঘটনার শহর  
কলকাতায় ভরে আছে ঘটনার বহর । 
বাঙ্গালীর প্রিয় ওই কলকাতা শহর 
সকল সহরের রানি 
আমার শহর ।
ত্রিভুবনজিৎ মুখার্জী / ০৮.০১.২০১৩ / সকাল ৯.০০ টা। 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন