সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৩

মর্মী / শর্মিষ্ঠা ঘোষ

মর্মী / শর্মিষ্ঠা ঘোষ 

সম্প্রতি দেয়ালগুলো ম ম করছে কার্বনগন্ধে 


এখন বসন্তের কথা বলতে লজ্জা লাগছে


যার দিকেই তাকাই থমথমে ইতিহাস 

এখন প্রেমের কবিতা উহ্য থাক কিছুদিন

পাশের ঘরে আগুনের আঁচ ভুলতে দেয় না 


আমায় ভুলতে দেয়না পূর্বপুরুষের চিতা 


অজস্র মিছিলের মুখে কিভাবে যেন ফু
টে ওঠে 

এক একটা ক্ষুদিরাম মাস্টারদা বি-বা-দি 

মনেহয় প্রতিবাদী শিশুটিকে কোলে টানি 


গাল টিপে চুমু খাই ওর লালসবুজ ট্যাটুতে 


আমার অ্যাড্রিনালিন ঝরঝর ঝরে যখন দেখি 


ঘরবাড়ি খাওয়া ঘুম রাজপথে নেমে গেছে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন