বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৩

ভাষা দিবষ উপলক্ষে/ মৌসুমি বিশ্বাস


২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে
আমি বাংলার রক্তেমাখা মাটির ছেলে 
আমি বাংলার সন্তান,
 
আমি জন্মেছি বাংলার বুকে
 
বাংলাই আমার 'মা'
 

চির কল্যাণ এই বুকের মাঝে
 
যে জন দিয়েছে প্রাণ
 
শুধু বাংলার মাটির জন্য,
 
সেই আমার আপন প্রিয়জন ।
 

যে কৃষক আপন মহিমায়
 
শস্যে ফলায় দিনে রাতে,
 
সেই আমার অমরত্ন জীবনদাতা,
 
দিয়েছে আমার প্রাণ ।
 

যে নদীর জলে নৌকা চলে পাল তৌলে
 
জেলে যায় মত্‍স্য যাত্রাতে,
 
আমি সেই নদীর জলে স্নান করে,
 
জীবনের দুঃখ গ্লানি মুঁছে ফেলি ।
 

যে বাংলায় রাতের প্রহরে
 
চাঁদ তাঁরায় খেলে লুকোচুরি,
 
যে বাংলায় কাঁথা বুঁনে
 
সারা জোছনা রাতের আলোতে ।
 

আমি সেই বাংলার মাঝে
 
হাওয়ায় হাওয়ায় ঘুরে বেড়াই
 
প্রতিটি মাটির ধূলিকণার ছোঁয়াতে ।
 
 মৌসুমি বিশ্বাস 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন