তুমি শুধু ছবি
আজি প্রথম তোমারে দেখি
মনে মনে তোমারি ছবি আঁকি
আজি প্রথম তোমারে দেখি
মনে মনে তোমারি ছবি আঁকি
কল্পনার তুলির টানে ফোটে
সেই ছবি
ওগো প্রিয়া তুমি কি আমারে করলে কবি!
শুভ্র জ্যোৎস্নার আলকে আঁকা বাঁকা রেখা
ওগো প্রিয়া তুমি কি আমারে করলে কবি!
শুভ্র জ্যোৎস্নার আলকে আঁকা বাঁকা রেখা
মনে দেয় তোমার চিত্রপটের
রেখা
মুগ্ধ নয়নে দেখি তোমার ছবি
ওগো প্রিয়া তুমি কি আমারে করলে কবি !!
এজে আমারই সৃষ্টি কল্পনার ছবি
ওগো প্রিয়া তুমি কি আমারে করলে কবি !!
এজে আমারই সৃষ্টি কল্পনার ছবি
মনে মনে আঁকি তোমারি ছবি
ভুল বুঝনা আমায় আমি তোমায় ভালবাসি
ভুল বুঝনা আমায় আমি তোমায় ভালবাসি
সুধু চাই একটু তোমার মুখের
হাঁসি
মুগ্ধ নয়নে দেখি তোমার ছবি
ওগো প্রিয়া তুমি কি আমারে
করলে কবি
আজি প্রথম তোমারে দেখি
মনে মনে তোমারি ছবি আঁকি
ত্রিভুবনজিৎ মুখার্জী /
১৩.০৫.২০১২ / সকাল ৯.৩০
আজি প্রথম তোমারে দেখি
মনে মনে তোমারি ছবি আঁকি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন