সমুদ্র তটে দেখি নীল দিগ্বলয় 
আলোডন করে মন ঊর্মি মালায় । 
অস্তগামী সূর্য রক্তিম আভা 
গোধূলি বেলায় যেন রক্তিম লাভা । 
পুলক আনে মনে শিহরিয়া যায়  
বালুকা তটে  মন জুডায়ে যায় । 
একাকিনী নই আমি মহোদধি সাথে  
নৃত্যের তাল জাগে রক্তিম আভাতে । 
সুমধুর  সঙ্গীত মূর্ছনা করে 
হিল্লোলিত পরান মোর পুলকিত করে । 
দখিনা পবনে মোর শিহরন লাগে 
স্মৃতির মন্থনে মন অবশ লাগে । 
জানিনা এ মন কার পরশ খোঁজে 
তুমি যেন আছ মোর পরান মাঝে ।   
ত্রিভুবনজিৎ মুখার্জী ।  /
০৬.০২.২০১৩ / বেলা ১১.৩৬ 
 

 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন