বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৩

ভ্যালেন্টাইন ডে Jayati Bhattacharya


জয়তি ভাট্টাছার্জী 
আজকে এস না,আমরা সকলে
ভালোবাসাবাসি করি,
ভ্যালেন্টাইনকে চিনি বা না চিনি
মনটি সুধায় ভরি ।

লাল গোলাপ আর চকোলেট
আর গ্রিটিংস চিঠির বন্যায়,
কত সুপুরুষ জিতে নেবে আজ
কত রূপপরী কন্যায় ।

ভালোবাসবার দিনটি আজকে,
শুধু আজ,জেনো কাল নয়,
বারোমাস তিন-ছয়-চার দিন
দিনগত শুধু পাপক্ষয় ।

হানাহানি আর স্বার্থদ্বন্দ্বে
কেটে যাক তবে সালভর,
আজকে আমরা সবাই আপন,
কাল থেকে ফের হই পর ।

বসন্তের এই রঙিন আবেশে
সমীরণ মৃদুমন্দ,
শুধু আজ,আর কাল থেকে হোক
ভালোবাসাবাসি বন্ধ !!

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~মূর্চ্ছণা~*~

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন