রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৩

মা / ত্রিভুবনজিৎ মুখারজী / ১৩.০৫.২০১২ / সকাল ৯.৩০


মা
ইন্দ্রধনুকে চেয়েছিলাম কত
রং বেরং জীবনকে
রঙিন করার জন্যে

ফাগুনের সন্ধ্যাতে
ফুলকে অনুরোধ করলাম
আকাশে বাতাসে
সুগন্ধ ছডানোর জন্যে ।
নিরস জীবনকে
হাঁসি ঠাট্টা মিষ্টি ভরা মুখে
জীবন কে উপভোগ করার জন্যে

হাত পেতে চেয়েছিলাম চাঁদ কে
জ্যোৎস্না থেকে অঞ্জলি ভোরে
আমার মায়ের স্নেহের পরশে
অকুণ্ঠ ভালবাসার জন্যে ।
সাগর তীরে অন্যমনস্ক
ভাবে ছুটে ছিলাম
ঢেউকে ছোঁয়ার
মিথ্যা আভিলাসের জন্যে ।
সমুদ্রের গুরু গম্ভীর সঙ্গীতের
তালে মূর্ছিত হলাম
কিছুক্ষনের জন্যে ।
বিভোর হয়ে শুনছিলাম
ঢেউগুলো মাথা ঠুকে
আর্তনাদ করছিল
কিছু বলার জন্যে ।
জানিনা কখন যে
হারিয়ে ছিলাম দিগবলয়ের
প্রান্তে নির্বাক হয়ে
বোধ হয় কারুর জন্যে ।
হঠাৎ চমকে উঠি
কে বলে কপালে হাথ দিয়ে
এইত আমি আছি
তোদেরি কাছে
আমি তোদেরি মা
বেঁচে আছি তোদেরি জন্যে ।
ত্রিভুবনজিৎ মুখারজী / ১৩.০৫.২০১২ / সকাল ৯.৩০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন