বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৩

স্বপ্নের ভালেন্তাইন / অশোক কুমার গাঙ্গুলী



‎*** স্বপ্নের ভালেন্তাইন ****

নোনা জলে ভাসে সুখের অসুখ,
সামনে কতো রঙ্গিন গোলাপের সারি ,
দেখেছি ফেসবুক থেকে অর্কুট ,
কিন্তু দেখিনিও খুলে তোমার চিরকুট,
ক্ষমা করে দিও মিনতি আমার,
আজি খোলা মোর উন্মুক্ত দুয়ার,
শুন্য এ বুকে , আজ বসন্ত এ দিনে ,
কে বাঁচে ভুলে যৌবন বিনে ,
... স্বপনই আমায় আজও বাঁচিএ চলে,
সে হোক রাত্রি কিম্বা দিন ,
যেথাই আছো তুমি সুখেই থেকো ,
আমার স্বপ্নের ভালেন্তাইন ............

হ্যাপি ভালেন্তাইন ডে ............ :)))
সময়ের হাথছানি ******

সময়ের হাথ ধরে যেটুকু বা চলা,
যেটুকু বা কাছে আসা, যতটুকু বলা,
কিছুকথা মনে রেখ বলনি জা মোরে,
বাতাসের কানে বোলো , ফিস ফিস স্বরে,
পাখিদের শিশে বা ফুলের সুবাসে,
হয়তোবা চুপ করে গাছেদের মাঝে,
মিশে যেও বেহিসাবি প্রকৃতির সুরে,
আপনাকে ভুলে গিয়ে মনে রেখ তারে,
... স্মিতির প্রভাবে যদি ভেসে যাই দূরে,
বরষার গান হয়ে আসি যদি ফিরে,
রিমঝিম ধ্বনি মাঝে খুঁজে নিও মোরে ........

কথা দিয়ে আমি রেখেছি সে কথা ,
আজ ভেসেছি ভাঁটার টানেই ,
গোপন রেখেছি ছিল যা বলার,
সুধু তা তোমার আমার কানেই ......।।

অশোক কুমার গাঙ্গুলী 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন