বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৩

প্রেম দিবস/ সমর কুমার সরকার / শিলিগুড়ি

প্রেম দিবস

********

প্রেম দিবসে পেট খারাপের ধাওয়া-


স্থগিত হ'লো রেস্তোঁরাতে যাওয়া।


ইচ্ছৈ ছিল আনব কিনে ফুল,


অফিস ফেরত সে টাও হলো ভুল।


তাই বলে কি প্রেম হবে না কোনো ?


তোমরা প্রেমের কতটুকু জানো ?


খাচ্ছি বসে গরম চা আর মুড়ি-


ব্যালকনিতে বুড়ো এবং বুড়ি !!!


কেউ কোথা নেই,শুধুই মোরা দু' জন,

স্বপ্ন নীড়ে মুক্ত পাখীর কূজন।

বইছে এমন ভালবাসার হাওয়া..
.
বৃথা তবে বাইরে কেন যাওয়া ?


অন্তরেতে থাকতে খাঁটি মধু,


দেখনদারি খরচা শুধু শুধু !!!


প্রেম আমাদের তপ্ত খাঁটি সোনা,


উপহারে তা কে কি যায় কেনা ?

***********************


সমর কুমার সরকার / শিলিগুড়ি 


************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন