রবিবার, ৩ মার্চ, ২০১৩

ফাল্গুনী মুখার্জী (জন্মদিন উপলক্ষে)


ফাল্গুনী মুখার্জী (জন্মদিন উপলক্ষে)
মুখুজ্জে, আজ থেকে তুই ‘বাহাত্তুরে’
বলছে নাকি শত্তুরে ।
আমি বলি ভায়া, চালিয়ে যা
আরো কবছর নতুন জুতোয়
পা দুটো তোর গলিয়ে যা ,
শমন যদি আসে, বলিস হেসে
ব্যস্ত আছি , এখন বাপু
পালিয়ে যা । 

1 টি মন্তব্য:

  1. দাদা জন্মদিনের শুভেচ্ছা নেবেন। শতায়ু হন এই প্রার্থনা ভগবানের কাছে । অসম্ভব সুন্দর ছডাটা ।

    উত্তরমুছুন