কবিতাগুচ্ছ - বাংলা
কবিতার ই-পত্রিকা
কবিতা হৃদয়ের স্পন্দন , কিছু চাওয়া পাওয়ার অভিব্যক্তি্ ,মানুষের কল্পনাকে কাগাজে তুলে ধরা নানাচিত্র । তাতে কল্পনা বাস্তব দুটর ই সম্মিশ্রন থাকে । থাকে কিছু অনুভুতি ,প্রেরনা আর অবসাদ । কবিতাগুচ্ছ সেই রকম কিছু মানুষের সন্ধানে যারা ভালবাসেন নিজের ভাষা ,মাতৃভূমি এবং বাংলার কবিদের যারা বাঙ্গলা ভাষা সমৃদ্ধ করতে আপ্রান সংগ্রাম করেছেন । ... ...
রবিবার, ৩ মার্চ, ২০১৩
ফাল্গুনী মুখার্জী (জন্মদিন উপলক্ষে)
ফাল্গুনী মুখার্জী (জন্মদিন উপলক্ষে)
মুখুজ্জে, আজ থেকে তুই ‘বাহাত্তুরে’ বলছে নাকি শত্তুরে । আমি বলি ভায়া, চালিয়ে যা আরো কবছর নতুন জুতোয় পা দুটো তোর গলিয়ে যা , শমন যদি আসে, বলিস হেসে ব্যস্ত আছি , এখন বাপু পালিয়ে যা ।
দাদা জন্মদিনের শুভেচ্ছা নেবেন। শতায়ু হন এই প্রার্থনা ভগবানের কাছে । অসম্ভব সুন্দর ছডাটা ।
উত্তরমুছুন