বুধবার, ২৭ মার্চ, ২০১৩

রঙের খেলা / দীপক মান্না

রঙের খেলা / দীপক মান্না

সাঙ্গ হল রঙের খেলা,


রইল পড়ে ফিচকারি মেলা


মাতল সবাই রঙে রসে


এবার মুখে জালি ঘষে।


বাথরুমেতে লাইন দেবে


কেরোসিন সঙ্গে নেবে।


ঢালবে জল রাশি রাশি


লাগবে আবার হাঁচি কাশি


ঘষার চোটে ছেঁড়ে চাম,


রঙ তুলতে ছোটে ঘাম।


সাদ ভাতও খেলবে হোলি


সাবান দিয়ে যতই ডোলি


রঙিন কাপড় বাড়বে ঘরে


গরীব দুঃখী পাবে পরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন