কবিতাগুচ্ছ - বাংলা কবিতার ই-পত্রিকা কবিতা হৃদয়ের স্পন্দন , কিছু চাওয়া পাওয়ার অভিব্যক্তি্ ,মানুষের কল্পনাকে কাগাজে তুলে ধরা নানাচিত্র । তাতে কল্পনা বাস্তব দুটর ই সম্মিশ্রন থাকে । থাকে কিছু অনুভুতি ,প্রেরনা আর অবসাদ । কবিতাগুচ্ছ সেই রকম কিছু মানুষের সন্ধানে যারা ভালবাসেন নিজের ভাষা ,মাতৃভূমি এবং বাংলার কবিদের যারা বাঙ্গলা ভাষা সমৃদ্ধ করতে আপ্রান সংগ্রাম করেছেন । ... ...
শনিবার, ৩০ মার্চ, ২০১৩
**** মায়াবী *****
**** মায়াবী *****
যদি রোদ ভালোলাগে !
------ তাকে দাও আলো
,
যদি চাঁদের রঙে আচ্ছন্ন হও
-----পড়াও তাকে কালো !
যত্ন করে ভালোবাসো ,
-----শব্দ করে নয়
,
তাকে দুমড়ে মুচড়ে ফেলোনা,
-----দাবীর বিছানায়।
... সে যে ভীষণ অভিমানী,
-----মান ভাঙানো দায়সার।
সে মায়া, সে কায়া, মিথ্যে
-----এসব দিওনা নাম তার
,
তার সুধু হও আজ ভালবাসা,
-----হও তার আদরের চুম্বন
,
তুমি ভাবনা হয়ে ঘেরো তাকে ,
হও তার হৃদয়ের হৃদস্পন্দন...
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন