শনিবার, ৩০ মার্চ, ২০১৩

**** মায়াবী *****


**** মায়াবী *****


যদি রোদ ভালোলাগে !


------ তাকে দাও আলো

,
যদি চাঁদের রঙে আচ্ছন্ন হও


-----পড়াও তাকে কালো !

যত্ন করে ভালোবাসো ,


-----শব্দ করে নয়

,
তাকে দুমড়ে মুচড়ে ফেলোনা,


-----দাবীর বিছানায়।


... সে যে ভীষণ অভিমানী,


-----মান ভাঙানো দায়সার।


সে মায়া, সে কায়া, মিথ্যে

-----এসব দিওনা নাম তার
 ,
তার সুধু হও আজ ভালবাসা,


-----হও তার আদরের চুম্বন

,
তুমি ভাবনা হয়ে ঘেরো তাকে ,


হও তার হৃদয়ের হৃদস্পন্দন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন