বুধবার, ২০ মার্চ, ২০১৩

ছডাক্কা / ত্রিভুবনজিৎ মুখার্জী / ১৮.০৩.২০১৩ / রাত ১০.২৪


ছডাক্কা ৫
গোলাম নগরীতে ব্যাস্ত  কোলকাতা
সারি সারি লোক
ছুটছে সব লোক
মিছিলেতে লোক
ট্রামে বাসে লোক
রাতের শূন্যতাতে চুপ কোলকাতা 

ছডাক্কা ৬.

আজব দেশের আজব রাজা , আজব তাঁর সাজা
নস্যি নিয়ে গান শোনেন
দিনের বেলায় ঘুমিয়ে নেন 
রাতের বেলায় আসরে বসেন
গানের তালে মাথা নাডেন
গান যে না শোনেন  পান তাঁরা সব সাজা

ছডাক্কা ।৭
জামার রঙটা পালটা ভাই বাঁচতে যদি চাস
ওটাই আসল পরিচয়
নাহলে সব নয় ছয়
থাকবেনা কোন ভয়
নয় কে করবি হয়
বেকুব লোকগুলো  শোন বাঁচতে যদি চাস


ছডাক্কা ৮ 
লাল সবুজের দেশে ..যা তোরা সব মিসে  
থাকবি তোরা সুখে
জুটবে ভাত মুখে
কুলুপ আঁটবি মুখে
নইলে মরবি দুখে
সাদা কমলা শেষে .. আসবে নিশ্চই দেশে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন