***********************
ভোটার লিস্টে নাম উঠেছিল তার ,
বীরভূমের যে নদীপথ ঘুমন্ত সুন্দরীর বেণী হয়েছিল ,
তার ডগায় ছিল ঘর ,
প্লাস্টিকের গামলা , মগ , 'হ'রেক মাল সাড়ে বারোটাকা'
ফেরী করে মাসে একবার কোপাই নামতো যখন
নাজুক অন্ধকারে , ঝোলাব্যাগে নেলপলিস , সিটিগোল্ডের চেন লাজুক
প্রেমে , গুটিপায়ে অন্ধকারে মিলিয়ে যেত ছেলেটি ।
সময়ের দাবীপত্রে উজ্জ্বল যারা , প্রেমের নাম লিখে গেছেন
অদ্ভুত সব কামনীয় মত্ততায় , ছেলেটি নদীর পাশঘেঁসে
উড়ে যাওয়া পাখির ডানায় লেখে প্রেয়সীর ঠিকানা ,
যেখানে পৌঁছে দিতে চাই শ্রমে কিনে আনা শৌখিন শহর ,
তাকে বলতে পারেনি সেইযে সাইকেল , শহর পরিক্রমণ
' যা লেবে সাড়ে বারোটাকা'য় থাকে কোপাইয়ের মুখ !
কোপাই রেলস্টেশন সেদিন লাশ হয়ে গেল রাত্রে
ছেলেটি রক্তে সুয়ে থেকে দেখেছিল সিটিগোল্ডের চেন
অন্ধকার থেকে পুলিশের জিম্মা পর্যন্ত দীর্ঘশ্বাস বয়ে
কোন গলাকে চুমু খাচ্ছে হাব্লে -- এখনও ..
ভোটার লিস্টে নাম উঠেছিল তার ,
বীরভূমের যে নদীপথ ঘুমন্ত সুন্দরীর বেণী হয়েছিল ,
তার ডগায় ছিল ঘর ,
প্লাস্টিকের গামলা , মগ , 'হ'রেক মাল সাড়ে বারোটাকা'
ফেরী করে মাসে একবার কোপাই নামতো যখন
নাজুক অন্ধকারে , ঝোলাব্যাগে নেলপলিস , সিটিগোল্ডের চেন লাজুক
প্রেমে , গুটিপায়ে অন্ধকারে মিলিয়ে যেত ছেলেটি ।
সময়ের দাবীপত্রে উজ্জ্বল যারা , প্রেমের নাম লিখে গেছেন
অদ্ভুত সব কামনীয় মত্ততায় , ছেলেটি নদীর পাশঘেঁসে
উড়ে যাওয়া পাখির ডানায় লেখে প্রেয়সীর ঠিকানা ,
যেখানে পৌঁছে দিতে চাই শ্রমে কিনে আনা শৌখিন শহর ,
তাকে বলতে পারেনি সেইযে সাইকেল , শহর পরিক্রমণ
' যা লেবে সাড়ে বারোটাকা'য় থাকে কোপাইয়ের মুখ !
কোপাই রেলস্টেশন সেদিন লাশ হয়ে গেল রাত্রে
ছেলেটি রক্তে সুয়ে থেকে দেখেছিল সিটিগোল্ডের চেন
অন্ধকার থেকে পুলিশের জিম্মা পর্যন্ত দীর্ঘশ্বাস বয়ে
কোন গলাকে চুমু খাচ্ছে হাব্লে -- এখনও ..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন