বুধবার, ২০ মার্চ, ২০১৩

ছডাক্কা ত্রিভুবনজিৎ মুখার্জী / ১৮.০৩.২০১৩ / রাত ১০.২৪


ছডাক্কা ১.
সকাল সকাল উঠে চলি পার্কের ধারে
রাস্তার কুকুরটা ঘেউ ঘেউ করে
লাঠি ধরে বলি ,  যা  আসবি পরে
তবুও যায়না খালি পিছু যে ধরে
লেজটা দুলিয়ে চলে পার্কের ধারে 
ভাবি নিশ্চই খায়নি বেটা কাল পেট ভরে
ত্রিভুবনজিৎ মুখার্জী / ১৮.০৩.২০১৩ / রাত ১০.২৪
ছডাক্কা ২.
বাঁদরটা লাফদিয়ে বেরালছানা ধরে নিয়ে গেল
চিৎকার করে সবাই
ধর ধর মরেযাবে ভাই
বাঁদরটা লাফ দিল ওই
মা’ টা নাগাল পেলনা তাই
বেরাল ছানাটা কিন্তু আরেকটা ‘মা ‘ পেয়েগেল
ছডাক্কা ৩.
খুকি যাচ্ছিস কলেজে সাবধানে যাস
বাসে ট্রামে অটোতে
 যাস জেন শান্তিতে
থাকবি মুখ পুঁতে
পৌঁছবি শান্তিতে
ফিরে এলে বাডিতে নিস নিঃশ্বাস
 ছডাক্কা ৪.
আগুন লেগেছে বস্তিতে পুডেগেল  ঘর
জল জল কোরে ছোটে
বালতি নিয়ে হাতে
দমকল এলো দেরিতে
পুডে ছাই হোল তাতে
প্রোমটার মুখ টিপে হাঁসে পুডেজাগ ঘর 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন