ফ্ল্যাগমার্চ / শর্মিষ্ঠা ঘোষ
দূর্বার ফ্ল্যাগমার্চে এগোচ্ছিলো সবুজ বসন্ত
কল্লোলিনী তিলোত্তমার সিঁথিতে তখন পলাশ- শিমুল খেলা
সমাপতনে সুইসাইডাল ঝাঁপ দিলো ফাল্গুন
উড়ালপুল থেকে
সাক্সেস স্টোরি পোলট্রিমুরগির মত বাড়ছে
মেটালিক দামামা মেট্রোচ্যানেল থেকে ধর্মতলায়
নারসিসাস শিঙ্গা ফুঁকেছেন
ওমনি পালপাল ভুঁইফোঁড় মূষিক
রিলেরেস শুরু করলো পশুখামারের দিকে
ঘরেঘরে জ্বলে উঠছে সুবিধেবাদি মোম ।
দূর্বার ফ্ল্যাগমার্চে এগোচ্ছিলো সবুজ বসন্ত
কল্লোলিনী তিলোত্তমার সিঁথিতে তখন পলাশ- শিমুল খেলা
সমাপতনে সুইসাইডাল ঝাঁপ দিলো ফাল্গুন
উড়ালপুল থেকে
সাক্সেস স্টোরি পোলট্রিমুরগির মত বাড়ছে
মেটালিক দামামা মেট্রোচ্যানেল থেকে ধর্মতলায়
নারসিসাস শিঙ্গা ফুঁকেছেন
ওমনি পালপাল ভুঁইফোঁড় মূষিক
রিলেরেস শুরু করলো পশুখামারের দিকে
ঘরেঘরে জ্বলে উঠছে সুবিধেবাদি মোম ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন